সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Anm&Gnm Physical Science Short Q's Answer, Class-x, Competitive Exam Suggestions Short Q's Answer

EduVision Study Point 🔰Facebook Page: https://www.facebook.com/MATHEduVision/ 🔰Email 👇 MATHEduVision@gmail.com 🔰 Teligram 👇 https://t.me/EduvisionStudyPoint Facebook Page Click on ◾অওহমীয় পরিবাহী : এরা ওহমের সূত্র মেনে চলে না (অর্ধপরিবাহী)। ■ অভ্যন্তরীণ রোধতড়িৎ কোশের মধ্যে সক্রিয় তরলের কিছুটা রোধ থাকে। ■ অসওয়াল্ড পদ্ধতি : নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। ■ অ্যাক্‌টিনাইডস : পর্যায় সারণিতে Th থেকে Lr পর্যন্ত মৌল। ◆ অ্যাভোগাড্রো : ইতালীয় বিজ্ঞানী যিনি প্রথম অণুর ধারণা দেন। ■ অ্যাভোগাড্রো সূত্র ঃ একই তাপমাত্রায় ও একই চাপে সম আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান। ■ অ্যামালগাম : ধাতু-সংকরের একটি উপাদান পারদ। ◆অ্যালকাইন ঃ ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ■ অ্যালকেন ঃ সম্পৃক্ত হাইড্রোকার্বন। ■ অ্যালকিনদ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ■ অ্যালকিল মূলকঅ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে উৎপন্ন হয়। ■ আইনস্টাইন : E = mc2 সমীকরণের স্রষ্টা। ■■ আপতন কোণঃ আপতিত রশ্মি ও অভিলম্বের সঙ্গে উৎপন্ন কোণ। ■ আলফা রশ্মি: ধনাত্মক তেজস্ক্রিয় রশ্মি। ■ আলোর বিচ্ছুরণবহ...

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''

EduVision Study Point এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।'' : এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।  : ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা। : তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে এ...

পৃথিবীর সবচেয়ে বড় মামলাবাজ-জোনাথন লি রিচেস

EduVision Study Point https://t.me/EduvisionStudyPoint পৃথিবীতে সুষ্ঠতার মানদন্ডের জন্যই মামলা ব্যবস্থার প্রচলন৷ কিন্তু এই মামলা করে যদিও সকল কিছু সুষ্ঠু করা যায় না৷ চারদিকে কতশত অবিচার, অন্যায়৷ সবিই কি মামলা করে ঠেকানো যায়? তবে হ্যা, ঠেকানো না গেলেও হয়ত কারো কারো আত্মতৃপ্তি আসে যে, কারো কাছে তো বিচার দিয়েছি!   পৃথিবীর সবচেয়ে বড় মামলাবাজ-জোনাথন লি রিচেস বলছিলাম পৃথিবীর সবচেয়ে মামলাবাজ ব্যাক্তির কথা! ১৯৭৬ সালে জন্ম নেয়া জোনাথন লি রিচেস ইন্টারনেট এ মার্কিন কয়েদি বা ফেডারেল বন্দী হিসেবে পরিচিত হলেও, পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে তিনি সবচেয়ে বড় মামলাবাজ বলে খ্যাত!  তার মামলার শুরুটা ১০ বছর বয়সে, তার মার বিরুদ্ধে প্রথম মামলা করেন৷ অভিযোগ ছিলো তার মা অন্য মায়েদের মতো তাকে যত্ন করে না৷ তারপর ২০০৬ থেকে এ পর্যন্ত তিনি নিরবচ্ছিন্ন ভাবে আড়াইহাজারেরও বেশি মামলা করেছেন।   ৮ ই জানুয়ারী, ২০০৬ সাল থেকে তিনি সারাদেশে ফেডারেল জেলা আদালতে ২৬০০ টিরও বেশি মামলা দায়ের করেছেন, যার মধ্যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে।  তাঁর মামলা মোকদ্দমার সর্বাধিক বিখ্যাত...

মনোজ পান্ডে, বিক্রম বাতরা, কণাদ ভট্টাচার্য, এরকম শতশত শহীদের রক্তে রাঙানো আজকের কার্গিল বিজয় দিবস৷ উৎসব করুন ভারতবাসী। আপনার আমার বাড়ি সুরক্ষিত কারণ সীমান্তে এখনও মনোজ পান্ডে, কণাদ ভট্টাচার্য, বিক্রম বাতরা-রা দাঁড়িয়ে আছে...

EduVision Study Point একটা প্রবাদ রয়েছে, কলেজ জীবনে ডায়েরিতে একটা অন্তত কবিতা লেখেনি এরকম বাঙালি যুবক খুঁজে পাওয়া মুশকিল৷ আসলে ওই সময়টা ওরকমই, প্রাণবন্ত, চাপমুক্ত, পাহাড়ি নদীর মতো খরস্রোতা। সৃষ্টির আদর্শ সময়ই বোধহয় ওটা। কিন্তু ধরুন আপনার ডান পাশে গুলির শব্দ, বাঁ-পাশে গ্রেনেড ফাটছে। এরকম মহাপ্রলয়ের মাঝে স্থিতধী শিবের মতো বসে থেকে কবিতা লিখতে পারতেন কি?  বাটালিক সেক্টরে তখন গ্রীষ্মকাল, অবশ্য লাদাখের এই অঞ্চলটাতে কী শীত আর কী গ্রীষ্ম! তাপমাত্রা সেই জমাট বেঁধেই আছে। বরফের উপর বসে রয়েছে এক বছর ২৪ এর যুবক৷ পরনে জলপাই রঙা পোশাক, কাঁধে বন্দুক, কিছুটা দূর থেকে গুলি গ্রেনেডের শব্দ এসে ধাক্কা দিচ্ছে কানে। ছেলেটির হাতে একটা ডায়েরি। খসখস করে কিছু একটা লিখছে সে, নিজের মায়ের উদ্দেশ্যে একটা ছোট কবিতা। আর তার নীচেই দু'টো লাইন... 'If death strikes before I prove my blood, I swear I will kill death.'  'দেশের হয়ে লড়াইয়ে নিজেকে প্রমাণ করার আগে মৃত্যু এলে, আমি মৃত্যুকে মেরে ফেলব।' এমন লাইন যার কলম থেকে বেরোতে পারে সে ছেলে প্রেমিক না হয়ে যায় কোথায়? এ ছেলে প্রেমিক, আর এর প্রেমিকা ভারত... ১...

খাবার খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না! ঢেকুরও তোলা যাবে না! কীভাবে মহাকাশে বেঁচে থাকেন মহাকাশচারীরা ?

EduVision Study Point https://www.facebook.com/MATHEduVision/ খাবার খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না! ঢেকুরও তোলা যাবে না! কীভাবে মহাকাশে বেঁচে থাকেন মহাকাশচারীরা ? https://www.facebook.com/MATHEduVision/ পৃথিবীর বেশিরভাগ কিশোর-কিশোরীর স্বপ্ন থাকে মহাকাশচারী হওয়ার। রকেটে করে মহাকাশে উড়ে যাওয়ার। মহাকাশ থেকে পৃথিবীকে দেখার। অভিকর্ষশূন্য পরিবেশে উড়ে বেড়ানোর। গ্রহ, নক্ষত্র, নীহারিকার রহস্যময় জগতকে চাক্ষুস করার। কিন্তু মহাকাশচারী হওয়া আদৌ সহজ কাজ নয়, বরং পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলির মধ্যে একটি। খুবই কম লোক জানেন, ভয়ঙ্কর কঠিন নির্বাচন পদ্ধতির সাহায্যে প্রতি ৬০০০ বিজ্ঞানীর মধ্যে থেকে প্রতি মিশনে মাত্র ৮ জনকে বেছে নেয় নাসা। মহাকাশে মহাকাশচারীদের জীবন সুখের মনে হলেও বাস্তবিক ক্ষেত্রে তা চরম দুঃসহ। এমনকী, পৃথিবীতে আর ফেরা নাও হতে পারে। তাই মহাকাশচারীদের জন্য বিশাল অঙ্কের জীবন বিমা করানো হয়। মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার আগে উইল করে যান, বা পরিবারের লোকজনদের সম্পত্তি বুঝিয়ে দিয়ে যান। মহাকাশে মহাকাশচারীরা কী করেন ? https://www.facebook.com/MATHEduVision/ সংক্ষেপে বলা অসম্ভব, তবুও জেনে রাখুন, প্রত্যেক মহাকাশ...

নমস্কার ❤️😍🥀 আজকে আপনাদের সাথে আলোচনা করবো USB killer নিয়ে😱 ✅ USB killer - কম্পিউটার ঘাতক😮

EduVision Study Point https://t.me/EduvisionStudyPoint নমস্কার ❤️😍🥀 আজকে আপনাদের সাথে আলোচনা করবো USB killer নিয়ে😱 ✅ USB killer - কম্পিউটার ঘাতক😮 একটি ইউএসবি কিলার এমন একটি ডিভাইস যা একটি পেন ড্রাইভ বা কার্ড রিডার এর মত দেখতে। এটি যখন কোনও ডিভাইসে কানেক্ট করলে এটি ওই ডিভাইস এ উচ্চ-ভোল্টেজ শক্তি প্রেরণ করে যা হার্ডওয়্যার গুলিকে নষ্ট করতে পারে সেকেন্ডে । ✅ এটি কিভাবে কাজ করে? ডিভাইস টিতে একাধিক ক্যাপাসিটর থাকে যা যখন কম্পিউটার বা ফোনের সাথে যুক্ত হয় তখন এই ক্যাপাসিটর গুলো চার্জ করে নিজেদের ৫ ভোল্ট ডিসি কারেন্ট থেকে এবং এই ৫ ভোল্টের কারেন্ট কে ২২০ ডিসি ভোল্ট করে ছড়িয়ে দেয় ওই কম্পিউটারে, কম্পিউটার এর মাদারবোর্ড সাথে সাথে নষ্ট করে।  আর যেসব ডিভাইস কে নষ্ট করতে না পারে তাদের ওই usb পোর্ট নষ্ট হয়ে যায়। সেটা ফোন হোক কিংবা কম্পিউটার।  এখনকার উন্নত ডিভাইস যেমন ম্যাক বুক, এইফোন, স্যামসাং, ওয়ান প্লাস কিংবা টেসালা গাড়ি গুলোতে তারা ফিউজ ব্যবহার করে কিন্তু তবুও ইউএসবি পোর্ট টি নষ্ট হয়ে যায়।  স্মার্ট টিভি, গাড়ীর কম্পিউটার সিস্টেম , এক্সবক্স, প্লে স্টেশন, কম্পিউটার যে...

SAMSUNG কোম্পানি চীন থেকে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে ভারতের উত্তরপ্রদেশে প্রতিস্থাপন করলো‼️

EduVision Study Point https://t.me/EduvisionStudyPoint #SAMSUNG কোম্পানি চীন থেকে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে ভারতের উত্তরপ্রদেশে প্রতিস্থাপন করলো‼️ যেখানে তৈরি হবে মোবাইল ডিসপ্লে সহ অনান্য যন্ত্রাংশ যা হবে গ্লোবাল সাপ্লাই চেনের সেন্টার।  এবছর করোনার মধ্যেও উত্তরপ্রদেশে মোট বিদেশি বিনিয়োগ 13000 কোটি টাকা..... সরকার সব দিক থেকে স্যামসাং কে সাহায্য করছে এবং করবেও আগামীতে এই বিষয়ে বলা হয়েছে ‼️ .......................................................................  ১) শুধু স্যামসাং নয় স্যামসাং এর পর এবার জাপানের অটোমোবাইল কোম্পানি #TOYOTO_TSUSHO, SUMIDA তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চীন থেকে ভারত পাকাপাকি ভাবে আনতে চলেছে । নভেম্বর 2020 তে জাপান এরকম সিদ্ধান্ত নিয়েছিল যা খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরির জন্য ভারত সরকার 2015 থেকে আদা জল খেয়ে লেগেছিল একটু একটু করে রেলপথ সড়কপথ গুলো তৈরির কাজ সম্পন্ন হচ্ছে এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ছে, আগামী 7 বছরে এই বিনিয়োগ 10 গুন পর্যন্ত বাড়তে পারে যদি দেশের শিল্পবান্ধব পরিকাঠামো তৈরি 2026 এর মধ্যে শেষ ...