সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন ১৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আজ ২০শে জুন, পশ্চিমবঙ্গ দিবস। সেটা আবার কি? সেটা আমাদের অনেকেই জানি না, কারণ এই ইতিহাসটা লিপিবদ্ধ হয় নি।

EduVision Study Point আজ ২০শে জুন, পশ্চিমবঙ্গ দিবস। সেটা আবার কি? সেটা আমাদের অনেকেই জানি না, কারণ এই ইতিহাসটা লিপিবদ্ধ হয় নি।  ১৯৪৭ সালের মার্চ মাস নাগাদ কংগ্রেস নেতৃবৃন্দ ভারত ভাগ স্বীকার করে নিলেন। কেন নিলেন? কারণ (১) ক্ষমতার লোভ (২) মাউন্টব্যাটেনের কূটনীতি (৩) জিন্নার প্রবল ইচ্ছাশক্তি। একবার ভেবে দেখলেন না, সীমান্তের ওপারে ইসলামী রাষ্ট্র পাকিস্তানে যে সব হিন্দু-শিখ-বৌদ্ধ-খ্রিষ্টান তাদের কি হবে | সে সময় অবিভক্ত বাংলা ছিল ৫৫% মুসলিম, ৪৫% হিন্দু। মুসলিম লীগ দাবি তুলল যে গোটা বাংলাই পাকিস্তানকে দিতে হবে। এটা হলে আসামও বিচ্ছিন্ন হয়ে যেত এবং কালক্রমে সেটাও পাকিস্তানে চলে যেত। কিন্তু এই চক্রান্ত বিফল হল শুধু একজন মানুষের জন্য, যাঁর নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি তাঁর বিশাল রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন ইসলামী পাকিস্তান হিন্দুদের জন্য নরকে পরিণত হবে। সেইজন্য তিনি দাবী করলেন, ভারত ভাগ করলে বাংলাকেও ভাগ করে বাংলার হিন্দুপ্রধান অঞ্চলগুলি নিয়ে একটা ‘পশ্চিমবঙ্গ’ সৃষ্টি করতে হবে, যা হবে হিন্দুপ্রধান ভারতের অংশ।  এই বিষয়ে প্রচার করার জন্য শ্যামাপ্রসাদ সারা বাংলা চষে বেড়াল...

🌟🌟Hacking সম্পর্কিত কিছু পরিভাষা সময় করে পরে নিন আশা করি অনেক কাজে দেবে🌟🌟

EduVision Study Point 🌟🌟Hacking সম্পর্কিত কিছু পরিভাষা সময় করে পরে নিন আশা করি অনেক কাজে দেবে🌟🌟 Part-1  ভালনেরাবিলিটি(Vulnerability) কী? 🔥ভালনেরাবিলিটি হচ্ছে কোনো সিস্টেমের দূর্বলতা বা নিরাপত্তার ছিদ্রসমূহ।অর্থাৎ সিস্টেমটি কোনোভাবে বা কোনো কৌশলে আক্রমণযোগ্য।কোনো সিস্টেমে ভালনেরাবিলিটি থাকলে সে সিস্টেমকে ভালনারেবল(Vulnerable) বলা হয়।হ্যাকাররা সাধারণত ভালনারেবল সিস্টেম খুঁজে বের করে ওই সিস্টেম হ্যাকিং করার চেষ্টা করে।  বাগ(Bug) কী? 🔥বাগ হচ্ছে প্রোগ্রামিং ত্রুটি।কোনো সফটওয়্যার বা ওয়েব সাইটের কার্যক্রমে ত্রুটি,এরর,ডিজাইনে গলদ ইত্যাদি বাগ থাকার লক্ষণ।হ্যাকাররা বাগ খুঁজে বের করে হ্যাকিংয়ের কাজে লাগায়।যেমন- DNN(Dot Net Nuke) হলো মাইক্রোসফটের ASP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি বাগ।যেটিকে কাজে লাগিয়ে ফাইল বা শেল আপলোড করা যায়।  এক্সপ্লইট(Exploit) কী? 🔥এক্সপ্লইট হচ্ছে এমন কৌশল বা টুল যার সাহায্যে কোনো সিস্টেমের বাগ বা ভালনেরাবিলিটিকে কাজে লাগিয়ে হ্যাকিংয়ে ব্যবহার করা হয় বা হ্যাকিং করা হয়।এই এক্সপ্লইট হ্যাকারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।এটা তাদের কাছে হাতিয়ারের মতো।  রুট(R...