চোখে দেখতে পায় না তাই রেল চাকরি দেইনি, কঠোর পরিশ্রমে প্রথম অন্ধ IAS অফিসার হলেন মহারাষ্ট্রের প্রাঞ্জল পাটিল।❤️
EduVision Study Point https://www.facebook.com/MATHEduVision/ চোখে দেখতে পায় না তাই রেল চাকরি দেইনি, কঠোর পরিশ্রমে প্রথম অন্ধ IAS অফিসার হলেন মহারাষ্ট্রের প্রাঞ্জল পাটিল।❤️ চোখ আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। যে অন্ধ সেই বুঝতে পারে এই অমূল্য অঙ্গ কতটা মূল্যবান। IAS ভারতের সবথেকে কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম আর একজন নেত্রহীন ব্যক্তির IAS পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অবাক করেছে সকলকেই । প্রাঞ্জল এর পরিশ্রম আর একাগ্রতার কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। আজ যার কাহানী আপনাদের সামনে তুলে ধরছি তিনি হলেন আমাদের দেশের প্রথম নেত্রহীন IAS অধিকারী প্রাঞ্জল। যিনি মাত্র ৬ বছর বয়সে তার দৃষ্টি হারান। বেশির ভাগ পরীক্ষার্থী এই IAS বা পরিষ্কার করে বললে UPSC পরিক্ষায় উত্তীর্ণই হতে পারে না। সফলতার হার খুব কম আর এদিকে প্রাঞ্জল এর তো চোখই নেই। মহারাষ্ট্র রাজ্যের ছোট্ট একটি শহর উল্লাসনগর সেখানে থাকতো প্রাঞ্জল। জন্ম থেকেই তার দৃষ্টিশক্তি বেশ কিছুটা দুর্বল ছিল এবং ছয় বছর বয়সে তার দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপেই চলে যায়। কিন্তু যার অদম্য সাহস আর ইচ্ছা তাকে কি আর আটকানো যায়? হাল ছাড়েননি তিনি, সেন্ট জেভিয়ার্স কল...