EduVision Study Point #নেতাজী_ও_হিটলারের_সাক্ষাৎকার || ২৮ শে মে ১৯৪২ || জার্মানির সর্বাধিনায়ক 'অ্যাডলফ হিটলার' এর সাক্ষাৎ করতে দেশত্যাগী নেতাজী সুভাষচন্দ্র বসু নির্ধারিত দিনক্ষনের একদিন আগেই বিশেষ বিমানে করে বার্লিন থেকে সুদূর প্রাশিয়ার রাস্টেনবার্গ এসে পৌঁছালেন। বিমানে সঙ্গী হিসেবে আসলেন কেপলার ও অ্যাডাম ট্রট। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য বিমানপোতে হাজির ছিলেন রিবেনট্রপ। 'ফুয়েরার' এর বিশেষ দূত মার্টিন বোরম্যানও ছিলেন তার সাথে। আর ছিলেন কয়েকজন জার্মান অফিসার। বিমান থেকে অবতরণের সাথে সাথেই নেতাজীর সাথে সর্বপ্রথমে পরিচয় ঘটলো অধ্যাপক ওয়েস্টের। অধ্যাপক প্রশ্ন করলেন --- "মিঃ বোস, আপনি তিলকের লেখা সদ্য প্রকাশিত 'গীতা রহস্য' পড়েছেন ?" 'নেতাজি' কথাগুলো শুনে দাঁড়িয়ে পরে তার দিকে তাকালেন। অধ্যাপক বলেই চলেছেন --- "মিঃ বোস, আমি আজও 'মিউনিখ বিশ্ববিদ্যালয়' এ পরামর্শদাতা হিসাবে কাজ করি। 'কালিদাস', 'ভবভূতি'র মত আপনার দেশের মহান মানুষদের লেখা আমার বাড়িতে সযত্নে রাখা আছে। 'লোকমান্য তিলক' আমার খুব প্রিয়।" 'নেতাজি...
Those Who Want To Get FREE Educational Materials' Please Follow Us.