সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই ২৫, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খাবার খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না! ঢেকুরও তোলা যাবে না! কীভাবে মহাকাশে বেঁচে থাকেন মহাকাশচারীরা ?

EduVision Study Point https://www.facebook.com/MATHEduVision/ খাবার খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না! ঢেকুরও তোলা যাবে না! কীভাবে মহাকাশে বেঁচে থাকেন মহাকাশচারীরা ? https://www.facebook.com/MATHEduVision/ পৃথিবীর বেশিরভাগ কিশোর-কিশোরীর স্বপ্ন থাকে মহাকাশচারী হওয়ার। রকেটে করে মহাকাশে উড়ে যাওয়ার। মহাকাশ থেকে পৃথিবীকে দেখার। অভিকর্ষশূন্য পরিবেশে উড়ে বেড়ানোর। গ্রহ, নক্ষত্র, নীহারিকার রহস্যময় জগতকে চাক্ষুস করার। কিন্তু মহাকাশচারী হওয়া আদৌ সহজ কাজ নয়, বরং পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলির মধ্যে একটি। খুবই কম লোক জানেন, ভয়ঙ্কর কঠিন নির্বাচন পদ্ধতির সাহায্যে প্রতি ৬০০০ বিজ্ঞানীর মধ্যে থেকে প্রতি মিশনে মাত্র ৮ জনকে বেছে নেয় নাসা। মহাকাশে মহাকাশচারীদের জীবন সুখের মনে হলেও বাস্তবিক ক্ষেত্রে তা চরম দুঃসহ। এমনকী, পৃথিবীতে আর ফেরা নাও হতে পারে। তাই মহাকাশচারীদের জন্য বিশাল অঙ্কের জীবন বিমা করানো হয়। মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার আগে উইল করে যান, বা পরিবারের লোকজনদের সম্পত্তি বুঝিয়ে দিয়ে যান। মহাকাশে মহাকাশচারীরা কী করেন ? https://www.facebook.com/MATHEduVision/ সংক্ষেপে বলা অসম্ভব, তবুও জেনে রাখুন, প্রত্যেক মহাকাশ...