EduVision Study Point একশো শতাংশ নিশ্চিত হয়েই উত্তর লেখার পরামর্শ, WBCS-এ ইংরেজির প্রস্তুতি কীভাবে? MATHEduVision : WBCS-এ ইংরেজি কতটা স্কোরিং? ঠিক কোন কোন অংশগুলি পড়তেই হবে? এবিপি লাইভে WBCS প্রিলিমসের ইংরেজি প্রস্তুতি নিয়ে আলোচনা করলেন পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুর ব্লকের বিডিও অনির্বাণ মণ্ডল। WBCS প্রিলিমিনারিতে ইংরেজি থাকে ২৫ নম্বরের। যেখানে সাহিত্য বা ভাষা নয়, ব্যাকরণের উপরই প্রশ্ন আসে। মাধ্যমিক যে কোনও গ্রামার বই থেকে পড়া যেতে পারে। গত কয়েক বছরের প্রশ্ন দেখলে বোঝা যাবে ৮ থেকে ৯টি মূল বিষয়ের উপরই MCQ আসে। তবে সেটা হলেও পুরো গ্রামার বইটাই পড়া উচিত। অনেক সময় উত্তর হতে পারে এমন ক্লোজ কিছু অপশন দেওয়া থাকে। তাই একশো শতাংশ নিশ্চিত হয়েই উত্তর দিতে হবে। ভুল হলে নেগেটিভ মার্কিংয়ের আশঙ্কা থাকে। গুরুত্বপূর্ণ ৭-৮টি বিষয়ের মধ্যে রয়েছে Synonyms and Antonyms। এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আসে। এটা একেবারেই সাধারণ জ্ঞান কার কতটা রয়েছে তার উপর নির্ভর করে। প্রতিদিন ইংরেজি খবরের কাগজ পড়ার অভ্যেস থাকলে পরীক্ষার্থীদের জানা শব্দের সংখ্যা বাড়বে। ইংরেজির কোনও অংশ পড়ার সময় কোনও শব্দ নজরে এলে সেটা খাতায়...
Those Who Want To Get FREE Educational Materials' Please Follow Us.