সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একশো শতাংশ নিশ্চিত হয়েই উত্তর লেখার পরামর্শ, WBCS-এ ইংরেজির প্রস্তুতি কীভাবে?

EduVision Study Point

একশো শতাংশ নিশ্চিত হয়েই উত্তর লেখার পরামর্শ, WBCS-এ ইংরেজির প্রস্তুতি কীভাবে?

 MATHEduVision : WBCS-এ ইংরেজি কতটা স্কোরিং? ঠিক কোন কোন অংশগুলি পড়তেই হবে? এবিপি লাইভে WBCS প্রিলিমসের ইংরেজি প্রস্তুতি নিয়ে আলোচনা করলেন পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুর ব্লকের বিডিও অনির্বাণ মণ্ডল।



WBCS প্রিলিমিনারিতে ইংরেজি থাকে ২৫ নম্বরের। যেখানে সাহিত্য বা ভাষা নয়, ব্যাকরণের উপরই প্রশ্ন আসে। মাধ্যমিক যে কোনও গ্রামার বই থেকে পড়া যেতে পারে। গত কয়েক বছরের প্রশ্ন দেখলে বোঝা যাবে ৮ থেকে ৯টি মূল বিষয়ের উপরই MCQ আসে। তবে সেটা হলেও পুরো গ্রামার বইটাই পড়া উচিত। অনেক সময় উত্তর হতে পারে এমন ক্লোজ কিছু অপশন দেওয়া থাকে। তাই একশো শতাংশ নিশ্চিত হয়েই উত্তর দিতে হবে। ভুল হলে নেগেটিভ মার্কিংয়ের আশঙ্কা থাকে।

গুরুত্বপূর্ণ ৭-৮টি বিষয়ের মধ্যে রয়েছে Synonyms and Antonyms। এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আসে। এটা একেবারেই সাধারণ জ্ঞান কার কতটা রয়েছে তার উপর নির্ভর করে। প্রতিদিন ইংরেজি খবরের কাগজ পড়ার অভ্যেস থাকলে পরীক্ষার্থীদের জানা শব্দের সংখ্যা বাড়বে।
ইংরেজির কোনও অংশ পড়ার সময় কোনও শব্দ নজরে এলে সেটা খাতায় লিখে রাখা যায়। একইসঙ্গে তার মানে ইংরেজিতেই লিখে রাখাটা ভাল।
ইংরেজিতে টেনস থেকেও বেশ কিছু প্রশ্ন আসে। মাধ্যমিক স্তরের গ্রামার বই থেকে পড়লে ভাল হয়। এই অংশটায় জোর দিতে হবে।
প্রিপোজিশন এবং অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনের উপর জোর দিতে হবে। গোটা অংশটাই ভাল করে পড়তে হবে। পাশাপাশি এক্সারসাইজ অংশটাও সমাধান করতে হবে। এই অভ্যাসটা থাকলেই প্রিপোজিশন অংশটা আয়ত্তের মধ্যে চলে আসবে।
EDM রয়েছে এরকম বই কিনতে পাওয়া যায়। যেটায় EDM-এর সংখ্যা বেশি এমন বই দেখে কিনতে হবে। EDM বাক্যের কিছু অংশের পরিবর্তে ব্যবহার করা যায়। চর্চার মধ্যে রাখতে গেলে ইংরেজি লেখার সময় EDM ব্যবহার করতে হবে। এখানে শেখার কিছু নেই। শুধুমাত্র পড়ে মনে রাখতে হবে।
ভয়েস চেঞ্জও খুব গুরুত্বপূর্ণ। ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস, দুটোতেই জোর দিতে হবে।
গ্রামারে Sentence – পড়ার ক্ষেত্রে Sentence – প্রকারভেদের পাশাপাশি, ট্রান্সফরমেশনও খুব গুরুত্বপূর্ণ। Simple Sentence থেকে Complex Sentence, আবার Complex Sentence-কে Compound Sentence- কীভাবে লিখতে হয় সেটা জানতে হবে।
One Word Substitution-এর ক্ষেত্রেও শেখার কিছু নেই। এটা বারবার চর্চা করলেই মনে রাখা সম্ভব।
Subject - Verb Agrement গ্রামারের একটা অংশ। এটা থেকে অনন্ত ২ থেকে ৩টে প্রশ্ন আসে। 
প্রস্তুতির জন্য আগের বছরের প্রশ্ন দেখা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে প্রশ্ন রিপিট হয় না। শুধুমাত্র প্যাটার্ন বা প্রশ্নের ধরন জানা যেতে পারে। মনে রাখতে হবে পুরো গ্রামার বইটাই পড়তে হবে। কিন্তু জোর দিতে ৮ থেকে ৯টি বিষয়ের উপর। ২৫ নম্বরের মধ্যে অনন্ত ১৫ থেকে ২০ নম্বরের উত্তর লেখা যাবে। ইংরেজিতে একশো শতাংশ নিশ্চিত না হলে কিন্তু উত্তর লেখা উচিত নয়। এখানে নেগেটিভ মার্কিং থাকে। এই বিষয়েই নেগেটিভ মার্কিংয়ের আশঙ্কা বেশি থাকে। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পৃথিবীর সবচেয়ে বড় মামলাবাজ-জোনাথন লি রিচেস

EduVision Study Point https://t.me/EduvisionStudyPoint পৃথিবীতে সুষ্ঠতার মানদন্ডের জন্যই মামলা ব্যবস্থার প্রচলন৷ কিন্তু এই মামলা করে যদিও সকল কিছু সুষ্ঠু করা যায় না৷ চারদিকে কতশত অবিচার, অন্যায়৷ সবিই কি মামলা করে ঠেকানো যায়? তবে হ্যা, ঠেকানো না গেলেও হয়ত কারো কারো আত্মতৃপ্তি আসে যে, কারো কাছে তো বিচার দিয়েছি!   পৃথিবীর সবচেয়ে বড় মামলাবাজ-জোনাথন লি রিচেস বলছিলাম পৃথিবীর সবচেয়ে মামলাবাজ ব্যাক্তির কথা! ১৯৭৬ সালে জন্ম নেয়া জোনাথন লি রিচেস ইন্টারনেট এ মার্কিন কয়েদি বা ফেডারেল বন্দী হিসেবে পরিচিত হলেও, পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে তিনি সবচেয়ে বড় মামলাবাজ বলে খ্যাত!  তার মামলার শুরুটা ১০ বছর বয়সে, তার মার বিরুদ্ধে প্রথম মামলা করেন৷ অভিযোগ ছিলো তার মা অন্য মায়েদের মতো তাকে যত্ন করে না৷ তারপর ২০০৬ থেকে এ পর্যন্ত তিনি নিরবচ্ছিন্ন ভাবে আড়াইহাজারেরও বেশি মামলা করেছেন।   ৮ ই জানুয়ারী, ২০০৬ সাল থেকে তিনি সারাদেশে ফেডারেল জেলা আদালতে ২৬০০ টিরও বেশি মামলা দায়ের করেছেন, যার মধ্যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে।  তাঁর মামলা মোকদ্দমার সর্বাধিক বিখ্যাত...

বিষয় : অনুপাত ও সমানুপাত সপ্তম শ্রেণী , কষে দেখি : 2.1

https://m.facebook.com/groups/239170504649069/permalink/241152251117561/ বিষয় : অনুপাত ও সমানুপাত  সপ্তম শ্রেণী , কষে দেখি : 2.1  

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান,মডেল অ্যাক্টিভিটি টাস্ক ৮

E-mail Us   Join Teligram FACEBOOK PAGE