EduVision Study Point
https://t.me/EduvisionStudyPoint
পৃথিবীতে সুষ্ঠতার মানদন্ডের জন্যই মামলা ব্যবস্থার প্রচলন৷ কিন্তু এই মামলা করে যদিও সকল কিছু সুষ্ঠু করা যায় না৷ চারদিকে কতশত অবিচার, অন্যায়৷ সবিই কি মামলা করে ঠেকানো যায়? তবে হ্যা, ঠেকানো না গেলেও হয়ত কারো কারো আত্মতৃপ্তি আসে যে, কারো কাছে তো বিচার দিয়েছি!
| পৃথিবীর সবচেয়ে বড় মামলাবাজ-জোনাথন লি রিচেস |
বলছিলাম পৃথিবীর সবচেয়ে মামলাবাজ ব্যাক্তির কথা! ১৯৭৬ সালে জন্ম নেয়া জোনাথন লি রিচেস ইন্টারনেট এ মার্কিন কয়েদি বা ফেডারেল বন্দী হিসেবে পরিচিত হলেও, পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে তিনি সবচেয়ে বড় মামলাবাজ বলে খ্যাত!
তার মামলার শুরুটা ১০ বছর বয়সে, তার মার বিরুদ্ধে প্রথম মামলা করেন৷ অভিযোগ ছিলো তার মা অন্য মায়েদের মতো তাকে যত্ন করে না৷ তারপর ২০০৬ থেকে এ পর্যন্ত তিনি নিরবচ্ছিন্ন ভাবে আড়াইহাজারেরও বেশি মামলা করেছেন।
৮ ই জানুয়ারী, ২০০৬ সাল থেকে তিনি সারাদেশে ফেডারেল জেলা আদালতে ২৬০০ টিরও বেশি মামলা দায়ের করেছেন, যার মধ্যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে।
তাঁর মামলা মোকদ্দমার সর্বাধিক বিখ্যাত আসামিদের মধ্যে হলেন নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস কোচ বিল বেলিক, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লু বুশ, আমেরিকার প্রাক্তন অ্যাটর্নি জেনারেল জেনেট রেনো, মার্থা স্টুয়ার্ট, ন্যাসকারের চালক জেফ গর্ডন, আটলান্টা ফ্যালকনসের প্রাক্তন কোয়ার্টারব্যাক মাইকেল ভিক, উদ্যোক্তা ও এপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, খ্যাতিমান ব্লগার পেরেজ হিলটন, সোমালি জলদস্যু, এবং পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।
তিনি প্রয়াত বেনজির ভুট্টো, পারভেজ মোশাররফ এবং ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিসকে ৭ই নভেম্বর ২০০৭ সালে পাকিস্তানে নির্বাসন থেকে রক্ষা করতে এবং কারাগার থেকে মুক্তি পেয়েও নির্যাতনের শিকার হওয়ার জন্য ২০১২ সালের মার্চ মাসে মামলা করেছিলেন।
এমনকি তার মামলার হাত থেকে রেহায় পায়নি বিখ্যাত ভিডিও গেম কোম্পানি GTA-V। যৌনতা, মারামারি, অন্যায় প্রসারের অভিযোগে GTA এর প্রকাশক টেক-টু, বিকাশকারী রকস্টার গেমস, এফসিআই উইলিয়ামসবার্গ এবং গ্র্যান্ড থেফট অটোর বিরুদ্ধে মার্কিন জেলা আদালতে অস্থায়ী নিয়ন্ত্রণের আদেশের জন্য একটি আবেদন করেছিলেন।
কথিত আছে যে, তিনি তার মামলাবাজির জন্য গিনেস ওয়ার্ল্ড বুকেও নাম লেখিয়েছিলেন! এমনকি সেখানে তার নাম কেন লিখা হয়েছে তার জন্যও নাকি গিনেস ওয়ার্ল্ড বুক কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন৷ আমাদের এ লিখা তার সামনে পরলে, আমাদের বিরুদ্ধেও মামলা করতে পারেন!
মন্তব্যসমূহ