EduVision Study Point
অনুপ্রেরণার আর এক নাম দিব্যাংশু সিঙ্গল। প্রথমবার UPSC পরীক্ষায় বসেই সফল।💐
দিব্যাংশু যখন MSC করছেন তখনই ঠিক করেন সিভিল সার্ভিস দেবেন। বাড়ি রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায়। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনাও নিজের রাজ্যেই বিএসএফ শ্রীগঙ্গানগর স্কুল থেকে। পরে দিল্লী চলে আসেন। ভর্তি হন দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধীনে হিন্দু কলেজে। স্নাতক ও স্নাতকোত্তর, দুই স্তরেই বিষয় ছিল অঙ্ক। MSC প্রথম বর্ষে পড়াকালীনই দিব্যাংশু শুরু করে দেন প্রস্তুতি। নিতে শুরু করেন কোচিংও। ২০১৯ এ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষায় ১৩ তম স্থান দখল করেন। পরে ২০২০ সালে সিভিল সার্ভিসকে পাখির চোখ করে বসে পড়েন পরীক্ষায়। সবকটা ধাপ এক চান্সে পেরোন।প্রথমবারেই UPSC-তে গোটাদেশে র্যাঙ্ক ৬০।❤️
একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।🙏

মন্তব্যসমূহ