SAMSUNG কোম্পানি চীন থেকে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে ভারতের উত্তরপ্রদেশে প্রতিস্থাপন করলো‼️
EduVision Study Point
https://t.me/EduvisionStudyPoint
#SAMSUNG কোম্পানি চীন থেকে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে ভারতের উত্তরপ্রদেশে প্রতিস্থাপন করলো‼️
যেখানে তৈরি হবে মোবাইল ডিসপ্লে সহ অনান্য যন্ত্রাংশ যা হবে গ্লোবাল সাপ্লাই চেনের সেন্টার।
এবছর করোনার মধ্যেও উত্তরপ্রদেশে মোট বিদেশি বিনিয়োগ 13000 কোটি টাকা.....
সরকার সব দিক থেকে স্যামসাং কে সাহায্য করছে এবং করবেও আগামীতে এই বিষয়ে বলা হয়েছে ‼️
.......................................................................
১) শুধু স্যামসাং নয় স্যামসাং এর পর এবার জাপানের অটোমোবাইল কোম্পানি #TOYOTO_TSUSHO, SUMIDA তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চীন থেকে ভারত পাকাপাকি ভাবে আনতে চলেছে । নভেম্বর 2020 তে জাপান এরকম সিদ্ধান্ত নিয়েছিল যা খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরির জন্য ভারত সরকার 2015 থেকে আদা জল খেয়ে লেগেছিল একটু একটু করে রেলপথ সড়কপথ গুলো তৈরির কাজ সম্পন্ন হচ্ছে এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ছে, আগামী 7 বছরে এই বিনিয়োগ 10 গুন পর্যন্ত বাড়তে পারে যদি দেশের শিল্পবান্ধব পরিকাঠামো তৈরি 2026 এর মধ্যে শেষ হয়ে যায় পুরোটা। খুশির বিষয় এখানে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকা ও ডানকুনি এলাকার বড় যোগদান থাকবে। (বিস্তারিত পরে আলোচনা করবো)
২) ভারতে রিলায়েন্স জিও এর 5G টেকনোলজির পাশাপাশি, এর কম্পিটিশনে যৌথভাবে মাঠে নামছে এয়ারটেল ও টাটা। টিসিএস ও এয়ারটেল একসঙ্গে স্বদেশী 5G টেকনোলজি আনতে চলেছে। এর ফলে রিলায়েন্স জিওর মনোপলি মার্কেটিং যেমন বন্ধ হবে কোটি কোটি গ্রাহক নিজেদের বেস্ট অপশন চয়েস করার সুযোগ পাবে। আরো একটি ভালো দিক চিপ লেবার কস্টে যদি আমরা ভালো প্রোডাক্ট তৈরি করতে পারি তাহলে চীনের হুয়াই কোম্পানির একছত্র 5G ব্যবসা আন্তর্জাতিক বাজারে অনেকটা ডাউন হবে নোকিয়া 5G এর পর বড় চ্যালেঞ্জ হতে পারে রিলায়েন্স জিও এবং টাটা। আগামী 24 জুন রিলায়েন্স ভারতে সবচেয়ে সস্তা 5G স্মার্ট ফোন আনতে চলেছে।
৩) চীনকে চাপে রাখতে ভারতের অনেক আগে উচিত ছিল ভারতের তৈরি ব্রহ্মস মিশাইল থাইল্যান্ড ভিয়েতনাম ও ফিলিপাইনসকে বিক্রি করা। যদিও থাইল্যান্ড ভিয়েতনামের বিষয়টি ফাইনাল হয়নি তবে ভারত এবার ফিলিপাইনকে ব্রহ্মস হাইপারসনিক ক্রুস মিশাইল বিক্রি করতে চলেছে। খুব জলদি এই ডিলটি সাইন হতে পারে।
৪) ভারত সরকার পৃথিবীর বৃহত্তম ভ্যাকসিন প্রদান কর্মসূচি বিশ্বরেকর্ড করে ফেলল। গতকাল 21 শে জুন 2021 তারিখে সারাদেশে মোট ৮০ লাখ ৯৫ হাজার ৩১৪ জনকে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে যা একপ্রকার নজির। এই প্রক্রিয়া এখন চলতে থাকবে আগামী দিনে।
@MATHEduVision


মন্তব্যসমূহ