EduVision Study Point
🔰Facebook Page: https://www.facebook.com/MATHEduVision/
🔰Email 👇
MATHEduVision@gmail.com
🔰 Teligram 👇
https://t.me/EduvisionStudyPoint
◾অওহমীয় পরিবাহী : এরা ওহমের সূত্র মেনে চলে না (অর্ধপরিবাহী)।
■ অভ্যন্তরীণ রোধতড়িৎ কোশের মধ্যে সক্রিয় তরলের কিছুটা রোধ থাকে।
■ অসওয়াল্ড পদ্ধতি : নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি।
■ অ্যাক্টিনাইডস : পর্যায় সারণিতে Th থেকে Lr পর্যন্ত মৌল।
◆ অ্যাভোগাড্রো : ইতালীয় বিজ্ঞানী যিনি প্রথম অণুর ধারণা দেন।
■ অ্যাভোগাড্রো সূত্র ঃ একই তাপমাত্রায় ও একই চাপে সম আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান।
■ অ্যামালগাম : ধাতু-সংকরের একটি উপাদান পারদ। ◆অ্যালকাইন ঃ ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
■ অ্যালকেন ঃ সম্পৃক্ত হাইড্রোকার্বন।
■ অ্যালকিনদ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
■ অ্যালকিল মূলকঅ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে উৎপন্ন হয়।
■ আইনস্টাইন : E = mc2 সমীকরণের স্রষ্টা।
■■ আপতন কোণঃ আপতিত রশ্মি ও অভিলম্বের সঙ্গে উৎপন্ন কোণ।
■ আলফা রশ্মি: ধনাত্মক তেজস্ক্রিয় রশ্মি।
■ আলোর বিচ্ছুরণবহুবর্ণী আলো কোনো স্বচ্ছ মাধ্যমে প্রতিসৃত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়ার ঘটনা।
◆আবিষ্ট প্রবাহ : আবেশের ফলে উৎপন্ন প্রবাহ।
■ আয়ন ঃ তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণুপুঞ্জ।
◆ইউপ্যাক (IUPAC) ঃ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ্ পিওর অ্যান্ড অ্যাল্গায়েড কেমিস্ট্রি, যার সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
■ উলফ্ৰেমাইট : লোহা, টাংস্টেন ও ম্যাঙ্গানিজের সংকর ধাতু।
◆1 অ্যাটমফিয়ার চাপ ঃ সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশে ০°C অর্থাৎ 273K উন্নতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারদস্তম্ভের চাপকে বোঝায়।
◆এসি(ac= ঃ সময়ের সঙ্গে প্রবাহের মান ও দিক পরিবর্তিত হয়।
■ এলপিজি (LPG) ঃ পেট্রোলিয়াম গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করে উৎপন্ন হয়, যার প্রধান উপাদান বিউটেন।
■ ওজোনমণ্ডল : এই স্তরে ওজোন গ্যাস থাকে যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে।
◆ওজোন হোল : ওজোন স্তরের বিনাসের ফলে সৃষ্টি হয়।
◆ওহম : রোধের SI একক ওহম।
■ ওহমীয় পরিবাহী : এরা ওহমের সূত্র মেনে চলে।
■ ওয়াটঃ তড়িৎ ক্ষমতার SI ও ব্যবহারিক একক।
◆ওলিয়াম : ধূমায়মান সালফিউরিক অ্যাসিড (H2S2O7)।
■ কুপরিবাহীযার মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হতে পারে না।
🔰 Facebook Page: https://www.facebook.com/MATHEduVision/
■ ক্ষুব্ধমণ্ডল ঃ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 16-18 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি ঘটে।
■ খনিজ মল ঃ আকরিকে আসল ধাতুর সঙ্গে মিশ্রিত মাটি, বালি, সালফেট প্রভৃতি অশুদ্ধি।
◆গ্লোবাল ওয়ার্মিং : সারা পৃথিবী জুড়ে উন্নতার ক্রমবর্ধমান অবস্থা।
◆গে-লুসাকঃ চাপের সূত্র আবিষ্কার করেন।
◆গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক : চাপকে স্থির রেখে উস্লতার পরিবর্তনে গ্যাসের আয়তনের যে পরিবর্তন ঘটে তার দরুন গ্যাসের যে প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় সেটি আয়তন প্রসারণ গুণাঙ্ক।
■ গ্যালভানাইজেশন : তড়িবিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতি।
■ গ্রিনহাউস প্রভাব : বায়ুমণ্ডলে মূলত CO2-এর ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রার বৃদ্ধির ঘটনা।
■ চরম প্রতিসরাঙ্ক ঃ শূন্য বা বায়ুমাধ্যম সাপেক্ষে অপর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক।
◆জন ডোবেরিনার ঃ জার্মান বিজ্ঞানী, ত্রয়ী সূত্রের স্রষ্টা।
■ জীবাশ্ম জ্বালানিকয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক
■ জার্মান সিলভার : তামা, দস্তা ও নিকেলের ধাতু সংকর।
■ জুলঃ তড়িৎপ্রবাহের ফলে পরিবাহীতে উৎপন্ন তাপের SI একক।
■ জৈব রসায়ন : জৈব যৌগের রসায়ন।
■ ডিসিঃ স্থির মানের একমুখী প্রবাহ।
■ ডিনেচার্ড বা মেথিলেটেড স্পিরিট : মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহল ৷
◆তরলের আয়তনের আপাত প্রসারণ : পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে আয়তন প্রসারণ।
◆ তরলের প্রকৃত প্রসারণ : তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণের জন্য প্রয়োজনীয় সংশোধন বিবেচনা করে যে প্রসারণ পাওয়া যায়।
■ তড়িৎচুম্বকীয় বর্ণালিঃ বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গকে তাদের কম্পাঙ্ক অনুযায়ী পরপর বিভিন্ন গ্রুপে সাজালে এই বর্ণালি উৎপন্ন হয়।
■ তড়িদাধানঃ যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু কণাকে একটি তড়িৎ চৌম্বকক্ষেত্রে রাখলে কণাটি একটি বল অনুভব করে।
◆তড়িৎচালক বল ঃ বর্তনীর এই অংশে অন্যান্য শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
■■ তড়িৎপ্রবাহ ঃ এটি হল তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবচ্ছিন্ন প্রবাহ।
◆তুল্যরোধ ঃ বর্তনীর দুই বিন্দুর মধ্যে যুক্ত একাধিক রোধের সমবায়ের পরিবর্তে ব্যবহৃত রোধ।
■ তড়িৎচুম্বকীয় আবেশচৌম্বকক্ষেত্রের মধ্যে বদ্ধ পরিবাহীকে গতিশীল করলে এটি উৎপন্ন হয়।
■ তেজস্ক্রিয় পদার্থ : ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি।
🔰 Facebook Page: https://www.facebook.com/MATHEduVision/
■ তেজস্ক্রিয় রশ্মিতেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি।
◆তড়িৎযোজ্যতা : ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতা।
◆তড়িদ্বিশ্লেষ্য ঃ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ
পরিবহণ করে।
◆তড়িদ্-অবিশ্লেষ্য ঃ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে না।
◆তড়িৎলেপন ঃ তড়িবিশ্লেষণ পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতি।
থার্মোস্ফিয়ার : এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে এবং মেরু জ্যোতি দেখা যায়।
■ ধাতুবিদ্যা ঃ আকরিক থেকে সহজে বৈজ্ঞানিক পদ্ধতিতে ও সুলভে ধাতু নিষ্কাষণ ও বিশুদ্ধ করার প্রক্রিয়া।
■ নন্-বায়োডিগ্রেডেবল পলিমারএই ধরনের পলিমার প্রাকৃতিক পরিবেশে বিয়োজক দ্বারা বিয়োজিত হয় না (পলিথিন)।
◆নাইট্রোলিম : ক্যালশিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণ যা জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়।
■ নিউক্লিয়ন ঃ নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন।
■ নিউক্লিয় চুল্লি : এখানে নিউক্লিয় বিভাজনে সৃষ্ট শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রয়োজনমতো ও সুনিশ্চিতভাবে নিউক্লিয় শক্তি পাওয়া যায়।
■ নিউক্লিয় দুর্ঘটনা ঃ তেজস্ক্রিয় আইসোটোপ থেকে পরিবেশে তেজস্ক্রিয় রশ্মির ছড়িয়ে পড়া।
◆নিউক্লিয় সংযোজন ঃ দুটি কম ভরের নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে একটি বৃহত্তর নিউক্লিয়াসের সৃষ্টি।
◆নিষ্ক্রিয় মৌল ঃ পর্যায় সারণিতে মৌলসমূহ। শূন্য শ্রেণির
◆নেসলার বিকারক : পটাশিয়াম মারকিউরিক আয়োডাইডের [K2(Hgl4)] ক্ষারীয় দ্রবণ।
◆পরমশূন্য উন্নতা ঃ এই উন্নতায় সকল গ্যাসের আয়তন লোপ পায়।
■■ পর্যায় সূত্র ঃ বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
■ পরিবেশপরিবেশ হল জীবের অস্তিত্বরক্ষাকারী উপাদান সমুহের সমষ্টি।
■ পরিবাহিতা : এটি হল রোধের অন্যোন্যক ।
◆পরিবাহিতাঙ্ক: রোধাঙ্কের অন্যোন্যক। পিতলতামা ও দস্তার ধাতুসংকর।
◆প্রতিসরণ কোণ ঃ প্রতিসৃত রশ্মি ও অভিলম্বের সঙ্গে উৎপন্ন কোণ।
◆প্রাকৃতিক পলিমার :প্রাকৃতিক উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া
যায়।
■ ফিউজ তার ঃ টিন ও সিসার সংকর ধাতুর তৈরি তার।
🔰 Facebook page: https://www.facebook.com/MATHEduVision/
■ ফোকাস দৈর্ঘ্য :গোলীয় দর্পণের মেরু থেকে এর মুখ্য ফোকাস পর্যন্ত দুরত্ব।
■ ফোকাস তল : প্রধান ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তল। বর্ণালি : সাদা আলো বিচ্ছুরিত হওয়ার পর একটি সাদা পর্দায় ফেললে একটি রঙিন পটি পাওয়া যায় সেটি বর্ণালি।
◆বন্ধন শক্তিঃ নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করার ন্যূনতম শক্তি।
■ বারবিটিউরেট : এক ধরনের ঘুমের ওষুধ।
■ বার্থেলোট : 1856 খ্রিস্টাব্দে মিথেন প্রস্তুত করেন।
■ বায়োফুয়েল ঃ জৈব পদার্থকে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে পচিয়ে তরল জ্বালানি বা বায়োফুয়েল (ইথানল ও মিথানল) প্রস্তুত হয়।
■ বায়োডি ব্যাগপলিথিনের সঙ্গে কার্বোহাইড্রেট মিশিয়ে
প্রস্তুত হয়।
■ বায়োডিগ্রেডেবল পলিমারএই ধরনের পলিমার প্রাকৃতিক পরিবেশে বিয়োজকের দ্বারা বিয়োজিত হয় (সেলুলোজ)।
■ বায়োমাসঃ কোনো নির্দিষ্ট অঞ্চলের জীবের মোট ভর।
■ বায়োগ্যাসঃ বিভিন্ন জৈব পদার্থ মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে উৎপন্ন করা হয় (মিথেন গ্যাস)।
■ বায়ুমণ্ডল ঃ পৃথিবীপৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি পর্যন্ত বিস্তৃত।
◆বাস্তব গ্যাস : বাস্তবে কোনো গ্যাসই বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, তারাই বাস্তব গ্যাস ৷
■ ব্যাপন ঃ গ্যাসের অণুগুলির পরস্পরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে
ছড়িয়ে পড়ার প্রবণতা।
■ বিভবপ্রভেদঃ উচ্চ ও নিম্ন বিভবের মধ্যে পার্থক্য।
■ বিটা রশ্মি : ঋণাত্মক তেজস্ক্রিয় রশ্মি।
■ বিরল মৃত্তিকা মৌল ঃ পর্যায়-সারণিতে Ce থেকে Lu পর্যন্ত মৌল।
■ বিজারণএই ধরনের রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে।
◆বেসিক কপার কার্বনেট : কপারের উপর জলীয় বাষ্পের ক্রিয়ায় উৎপন্ন হয়।
■ মিথেন হাইড্রেটঃ সমুদ্রের তলদেশে পৃথিবীপৃষ্ঠের পলিস্তরের নীচে বৃহৎ বরফের গোঁজের মতো চাঁই আকারে অবস্থান করে।
■ মরিচালোহার উপর লালচে বাদামি রঙের আস্তরণ (2Fe2O3, 3H2O)।
■ মুক্তপথ : গ্যাসের অণুগুলির প্রতি দুটি আঘাত বা ধাক্কার মধ্যবর্তী দূরত্ব।
■ মেন্ডেলিভ : পর্যায় সারণির স্রষ্টা।
■ ভোল্টামিটারতড়িদ্বিশ্লেষণের পাত্র।
■ রবাট হুক ঃ বয়েলের পরীক্ষার প্রয়োজনীয় পাম্প নির্মাণ করেন।
■ রাসায়নিক গণনা : এটি হল কোনো রাসায়নিক বিক্রিয়ার
সমীকরণ থেকে বিভিন্ন পদার্থের ভর, আয়তন, বাষ্প ঘনত্ব ইত্যাদি নির্ণয় করার প্রক্রিয়া।
■ রৈখিক বিবর্ধন ঃ প্রতিবিম্ব ও বস্তু দৈর্ঘ্যের অনুপাত।
■ রোধ : এই ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎপ্রবাহকে বাধা দেয়।
◆রোধাঙ্ক ঃ কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যে রোধ।
◆লাইকার অ্যামোনিয়া ঃ 0.88 আপেক্ষিক গুরুত্ববিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ।
■ লাইভ তারবাড়িতে এই তার দিয়ে তড়িৎ সরবরাহ করা হয়।
■ লা ব্লাঙ্ক পদ্ধতি : HCI-এর শিল্প প্রস্তুতি।
◆লেন্সঃ দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল ও একটি
সমতল দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম।
◆শর্ট-সার্কিট ঃ কোনো তড়িৎবর্তনীয় লাইন দুটির মধ্যে সরাসরি সংযোগ।
◆শমিত লবণ : তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ।
■ শান্তমণ্ডল ঃ ক্ষুব্ধমণ্ডলের উপর থেকে 20-50 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না।
■ শুষ্ক বরফ ঃ কঠিন কার্বন ডাইঅক্সাইড, যা হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়।
◆সমযোজ্যতা : দুটি একই বা ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে সমভাবে ইলেকট্রন জোড় গ্রহণের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতা।
◆সমাবয়বতা : একই আণবিক সংকেতবিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলি যুক্ত যৌগ গঠনের প্রক্রিয়া।
■ সংকট তাপমাত্রা : এই তাপমাত্রার নীচে রোধাঙ্ক শূন্যের নিকটবর্তী হয়।
■ সংশ্লেষিত পলিমাররসায়নাগারে কৃত্রিমভাবে তৈরি হয়।
■■ সকেট ঃ তড়িৎ বর্তনীতে ব্যবহৃত দৃঢ় সংলগ্ন একটি বস্তু যার মধ্যে প্লাগ আটকানো হয়।
■ সমুদ্রবায়ু ঃ দিনের বেলায় ভূপৃষ্ঠ উম্ন হওয়ার ফলে সমুদ্রের শীতল ভারী বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয়।
◆সর্বজনীন গ্যাস ধ্রুবক : PV = RT সমীকরণে, R-কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। R = 8.314 জুল মোল-1 K-1 ।
■■ সলিনয়েড : দীর্ঘ অন্তরিত পরিবাহী তার যাকে কুপরিবাহী
চোঙের গায়ে জড়ানো হয়।
■ সন্ধিগত মৌলঃ একাধিক যোজ্যতাসহ কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী মৌলসমূহ।
■ সিএনজি (CNG) : প্রাকৃতিক গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করে উৎপন্ন হয়, যার প্রধান উপাদান মিথেন।
◆CFC ঃ ক্লোরোফ্লুরো কার্বন যা মনুষ্যসৃষ্ট ওজোন হোল সৃষ্টি কারক গ্যাস ।
■ সুপরিবাহীযার মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হয়।
■ স্নেলের সূত্র ঃ দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদতলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়।
■ স্থলবায়ু ঃ রাত্রে সমুদ্রপৃষ্ঠ ভূপৃষ্ঠের তুলনায় উস্ন হওয়ার ফলে স্থলভাগ থেকে শীতলবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়।
■ স্পট ওয়েলডিং : থার্মিট পদ্ধতিতে বড়ো বড়ো মেশিন বা
জাহাজের ভগ্ন অংশ মেরামতি করা হয়।
■ স্পর্শ পদ্ধতিঃ H2SO4-এর শিল্প প্রস্তুতি।
■■ হাইড্রোকার্বন ঃ কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত
যৌগ।
■ হেবার পদ্ধতি : অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি।
🔰 Facebook Page: https://www.facebook.com/MATHEduVision/
🔰Email us 👇
MATHEduVision@gmail.com
🔰 Teligram 👇
https://t.me/EduvisionStudyPoint

মন্তব্যসমূহ