সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভারতের আধুনিক বিজ্ঞানের জনক। আজ তার মৃত্যুদিন। ১৬ জুন। তিনি হেরে গেছেন।

EduVision Study Point ধরা যাক,  আপনি একজন বিখ্যাত বিজ্ঞানের অধ্যাপক। আপনি অনেক খেটে একটা বই লিখলেন। বিজ্ঞানের বই। নাম দিলেন হিন্দুদের বিজ্ঞান।  কি হবে। চারিদিকে ছি ছি পড়ে যাবে। সুশীল সমাজ রে রে করে তেড়ে উঠবে। আপনার বিরুদ্ধে নিরপেক্ষতা ভংগের মামলাও হতে পারে।  অথচ সেই তিনি সেটাই করেছিলেন।  ১২ বছর পরিশ্রম  করে থান ইঁটের মতো দুটো বই লিখলেন।  নাম HISTORY OF HINDU CHEMISTRY. সারা বিশ্বে সমাদৃত।দেখালেন হিন্দু মানে কুসংস্কার নয় হিন্দু মানে বিজ্ঞান।  অথচ ঘটনা আজ থেকে ১১৯ বছর আগের।  সেই তিনি,  বেদ ও শংকরাচার্যের মায়াবাদের সমালোচক।  কিন্তু বিজ্ঞানে হিন্দুদের অবদান  নিয়ে দু দুটো বই লিখতে  তিনিই দিনরাত এক করে দেন।  সেই তিনিই১০০ বছর আগে  বলেন বি এ পাশ করে এম এ পড়া আর দুবছর ব্যবসা করা দুটোই সমান হওয়া উচিত।  দুটোতেই বুদ্ধি লাগে। সেই তিনি বিজ্ঞানী। আবার সফল ব্যবসায়ী।  তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভারতের আধুনিক বিজ্ঞানের জনক।  আজ তার মৃত্যুদিন। ১৬ জুন।  তিনি হেরে গেছেন। বাঙালি জামাইদের কাছে হেরে গেলেন একজন শ্রেষ্...

আপনি কী জানেন Parliament সমন্ধে ?নোবেল প্রাইজ , হ্রদ এর সমন্ধে ? জানতে হলে পড়ুন

EduVision Study Point Page link 👉 https://www.facebook.com/MATHEduVision/ 🔴🟢🟢🔴 # Parliament Of Other Countries ⛲️India➖Parliament (Sansad) ⛲️Denmark➖Folketing ⛲️Egypt➖People’s Assembly ⛲️France➖National Assembly ⛲️Germany➖Bundestag ⛲️Great Britain➖Parliament ⛲️Iran➖Majlis ⛲️Ireland➖Dail Eireann ⛲️Israel➖Knesset ⛲️Japan➖Diet ⛲️Malaysia➖Majlis ⛲️Maldive➖Majlis ⛲️Magnolia➖Khural ⛲️Nepal➖Rasthtriya Panchayat ⛲️Netherlands➖States General ⛲️Norway➖Storting ⛲️Pakistan➖National Assembly ⛲️Poland➖Scym ⛲️Spain➖Crotes ⛲️Sweden➖Riksdag ⛲️South Africa➖Parliament ⛲️Switzerland➖Federal Assembly ⛲️Russia➖Duma ⛲️Taiwan➖Yuan ⛲️Turkey➖Grand National Assembly ⛲️U.S.A.➖Congress ⛲️Afghanistan➖Shora ⛲️Australia➖Parliament ⛲️Bangladesh➖Jatia Parliament ⛲️Bhutan➖Tasongadu ⛲️Canada➖Parliament ⛲️China➖National People Congress When did the award begin? ⭐⭐⭐⭐⭐⭐⭐ ■ 1901➨ Nobel Prize ■ 1929➨ Oscar Award ■ 1954 ➨ Bharat Ratna ■ 1961➨ Jnanpith Award ■ 1995 ➨ Gandhi Peace P...

আবারও WBBSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হতেই গতকাল রাত ৮ টা নাগাদ গলায় কাপড় জড়িয়ে ঝুলন্ত ফ্যানে আত্মঘাতী হলেন গোপালনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী

EduVision Study Point আবারও WBBSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হতেই গতকাল রাত ৮ টা নাগাদ গলায় কাপড় জড়িয়ে ঝুলন্ত ফ্যানে আত্মঘাতী হলেন গোপালনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী https://www.facebook.com/MATHEduVision/ দিনহাটা,আমবাড়ির বাসিন্দা বছর ষোলোর বর্ণালী বর্মন😥।     পিতার নাম সারদা রঞ্জন বর্মন।   এই হৃদয় বিদারক ঘটনা সত্যিই ভাষাহীন😔, সকল শিক্ষার্থী ভাই, বোনের কাছে করজোড়ে অনুরোধ আর যেন কেউ এরকম কঠিন সিদ্ধান্ত না নেয়।🙏 জীবনে বেচেঁ থাকলে নিশ্চিতভাবে অনেক বড় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, কিন্ত জীবন সমাপ্ত করে বাবা মা,সমাজের প্রতি কর্তব্যপরায়ণতা সমাপ্ত করা যায় না😔। যদিও এই বিয়োগ কখনই পুরণীয় নয়, তবুও বোনটির পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা😥🙏। https://www.facebook.com/MATHEduVision/

কৈলাস" ...।। রহস্যময় যে পর্বতের চূড়ায় এখনো কেউ উঠতে পারেনি.....।। 🕉🙏 ওঁ নমঃ শিবায়।। 🔱 জানতে হলে পড়ুন ...,

EduVision Study Point https://www.facebook.com/MATHEduVision/ https://www.facebook.com/MATHEduVision/ কৈলাস" ...।। রহস্যময় যে পর্বতের চূড়ায় এখনো কেউ উঠতে পারেনি.....।। 🕉🙏  ওঁ নমঃ শিবায়।। 🔱 " কৈলাস" ...।। রহস্যময় যে পর্বতের চূড়ায় এখনো কেউ উঠতে পারেনি.....।। 🕉🙏  ওঁ নমঃ শিবায়।। 🔱 এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার হলেও এর চূড়ায় ঠিকই পর্বতারোহীদের পা পড়েছে। জানলে অবাক হবেন, এভারেস্টের চেয়েও কম উচ্চতাসম্পন্ন একটি পর্বতে আজও কেউ উঠতে পারেনি। রহস্যজনকভাবে কাজটি অসম্পন্নই রয়ে গেছে। প্রকৃতির এক বিস্ময় লুকিয়ে আছে কৈলাস পর্বতে। এ পর্বতের নাম শোনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হলো কৈলাস পর্বত। হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে। এ পর্বতের উচ্চতা ৬ হাজার ৬৩৮ মিটার। অর্থাৎ এভারেস্টের চেয়েও ২২০০ মিটার কম। তবে কেন পর্বতারোহীরা এর চূড়ায় আজও উঠতে পারেননি? কেন পারেননি, এ রহস্যেরও সমাধান মেলেনি। তবে আজব কাণ্ড ঘটে, যখন এ পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করেন। কিছুদূর ওঠার পরই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায়। শুরু হয় ঝড়, তেড়ে আসে পাথরে...

বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা?! মূল্যায়ন কিভাবে হবে ? জানুন ..

EduVision Study Point বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা?! মূল্যায়ন কীভাবে?! জানুন ... রাজ্যে এ বছর স্কুলে বসে  মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত হচ্ছে না। স্কুলশিক্ষা দপ্তরের নিয়োগ করা বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবিত রিপোর্টে বলা হয়েছে, দেশে করোনা অতিমারী পরিস্থিতিতে রাজ্যের ১০ হাজার মাধ্যমিক ও ৭ হাজার উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ুয়াদের সশরীরে পরীক্ষার আয়োজন এখন সম্ভব নয়। তা হলে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে কী ভাবে? সূত্রের খবর, ছ'সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা হতে পারে। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্নপত্র স্কুলের মাধ্যমে পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে, তার ভিত্তিতে লেখা উত্তর আবার স্কুলেই জমা করা যেতে পারে। সে ক্ষেত্রে দ্রুত ফলপ্রকাশ সম্ভব। কারণ, স্কুলের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক-শিক্ষিকারাই তার মূল্যায়ন করবেন। অথবা ইতিমধ্যে ল্যাবভিত্তিক বিষয়ে যে ৩০ নম্বর ও নন-ল্যাবভিত্তিক বিষয়গুলিতে ২০ নম্বরের প্রজেক্টে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা পড়েছে, প্রয়োজনে রেজাল...

Will interest my young friends, especially young writers. Visit the link to know more. https://innovateindia.mygov.in/yuva/

EduVision Study Point Will interest my young friends, especially young writers. Visit the link to know more.  https://innovateindia.mygov.in/yuva/

ভারত_কেনিয়া করোনার প্রথম সিজেনে ভারত বিশ্বের অনেক দেশকে অষুধ চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছিল, যার মধ্যে শত্রু দেশ চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশকেও ভারত চিকিৎসা সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে এবং পরে ভ্যাকসিনও দিয়েছে।ভারত_কেনিয়া করোনার প্রথম সিজেনে ভারত বিশ্বের অনেক দেশকে অষুধ চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছিল, যার মধ্যে শত্রু দেশ চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশকেও ভারত চিকিৎসা সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে এবং পরে ভ্যাকসিনও দিয়েছে। ভারত_কেনিয়া করোনার প্রথম সিজেনে ভারত বিশ্বের অনেক দেশকে অষুধ চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছিল, যার মধ্যে শত্রু দেশ চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশকেও ভারত চিকিৎসা সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে এবং পরে ভ্যাকসিনও দিয়েছে।

EduVision Study Point #ভারত_কেনিয়া করোনার প্রথম সিজেনে ভারত বিশ্বের অনেক দেশকে অষুধ চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছিল, যার মধ্যে শত্রু দেশ চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশকেও ভারত চিকিৎসা সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে এবং পরে ভ্যাকসিনও দিয়েছে।  করোনার দ্বিতীয় সিজেনে ভারতকে সাহায্য করতে পৃথিবীর তাবড় তাবড় দেশ এগিয়ে এসেছে প্রায় সব রেপুটেটেড দেশ ভারতকে অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্ট ভেন্টিলেটর আরো অনেক কিছু জিনিস দিয়ে সাহায্য করতে এগিয়ে এসেছে।  এখানে বলা যায় ভারত সরকারের বিদেশনীতি ও উদারতা সম্পর্ক ভালো কাজ করেছে।  এর মধ্যে শ্রেষ্ঠ অনুদানটি এসেছে কেনিয়া থেকে, কেনিয়া সম্পর্কে যারা জানেন না তারা জেনে রাখুন আফ্রিকান কন্টিনেন্টে দূর্বল দেশ গুলির মধ্যে একটি হলো কেনিয়া, যাদের সাথে আমরা ২০০৩ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলেছিলাম। তারা ভারতের বিপদের দিনে জমির ফসল ১২ টন খাদ্যসামগ্রী চা কফি বাদাম কোভিড যোদ্ধাদের জন্য পাঠিয়েছে। চা কফি এগুলো আমাদের দেশে যথেষ্ট আছে আমরাই এক্সপোর্ট করি অন্য দেশে। তবুও আর্শীবাদ স্বরূপ এগুলো আমরা গ্রহণ করেছি।  আর এতেই ভারতেরই কিছু মানুষে...