EduVision Study Point #উচ্চমাধ্যমিকের_পর মাধ্যমিকের পর অনেক পরিকল্পনা থাকে, আর থাকে অনেক আশা। কারুর ট্রেন চলে লাইন ধরে তো কারুর লাইনচ্যুত হয় ট্রেন। কারুর আবার এক্সপ্রেস গতি তো কেউ লোকাল ট্রেন। হয়তো সিগন্যাল না পেয়ে মালগাড়ীর মতো মাঝেমধ্যে থমকে যেতে হলেও গন্তব্য একটা অবশ্যই আছে বা গন্তব্য করে নিতে হয়। হ্যাঁ, সেই গন্তব্যে পৌঁছানো অর্থাৎ একটা সিগনেচার মুভমেন্টের জন্য আসলের সাথে বিকল্প স্ট্র্যাটেজি গুলোও বুঝে নিতে হয়। এবার আসা যাক উচ্চমাধ্যমিকের পর কী কী পড়া যায়, তার যোগ্যতা কী, কী কী পরীক্ষা দেওয়া যায়, কারা নেয়, বিভিন্ন কোর্সের সুযোগ কেমন, চাকরীই বা কী অপেক্ষা করে আছে! #১_সাধারণ_ডিগ্রীকোর্স- A.সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে সাধারণ গ্র্যাজুয়েট বা অনার্স কোর্সে ভর্তি হওয়াই যায়। এক্ষেত্রে বিষয়ের সাথে সাথে কলেজ নির্বাচনও বেশ গুরুত্বপূর্ণ। উন্নয়ন বাহিনী ব্যতিরেকে বেশিরভাগ জায়গায় নম্বরের উপর নির্ভর করে লিস্ট করা হয়। আবার কোন কোন জায়গায় অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়। বেলুড়, নরেন্দ্রপুর, প্রেসিডেন্সি প্...