সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নমস্কার ❤️😍🥀 আজকে আপনাদের সাথে আলোচনা করবো USB killer নিয়ে😱 ✅ USB killer - কম্পিউটার ঘাতক😮

EduVision Study Point https://t.me/EduvisionStudyPoint নমস্কার ❤️😍🥀 আজকে আপনাদের সাথে আলোচনা করবো USB killer নিয়ে😱 ✅ USB killer - কম্পিউটার ঘাতক😮 একটি ইউএসবি কিলার এমন একটি ডিভাইস যা একটি পেন ড্রাইভ বা কার্ড রিডার এর মত দেখতে। এটি যখন কোনও ডিভাইসে কানেক্ট করলে এটি ওই ডিভাইস এ উচ্চ-ভোল্টেজ শক্তি প্রেরণ করে যা হার্ডওয়্যার গুলিকে নষ্ট করতে পারে সেকেন্ডে । ✅ এটি কিভাবে কাজ করে? ডিভাইস টিতে একাধিক ক্যাপাসিটর থাকে যা যখন কম্পিউটার বা ফোনের সাথে যুক্ত হয় তখন এই ক্যাপাসিটর গুলো চার্জ করে নিজেদের ৫ ভোল্ট ডিসি কারেন্ট থেকে এবং এই ৫ ভোল্টের কারেন্ট কে ২২০ ডিসি ভোল্ট করে ছড়িয়ে দেয় ওই কম্পিউটারে, কম্পিউটার এর মাদারবোর্ড সাথে সাথে নষ্ট করে।  আর যেসব ডিভাইস কে নষ্ট করতে না পারে তাদের ওই usb পোর্ট নষ্ট হয়ে যায়। সেটা ফোন হোক কিংবা কম্পিউটার।  এখনকার উন্নত ডিভাইস যেমন ম্যাক বুক, এইফোন, স্যামসাং, ওয়ান প্লাস কিংবা টেসালা গাড়ি গুলোতে তারা ফিউজ ব্যবহার করে কিন্তু তবুও ইউএসবি পোর্ট টি নষ্ট হয়ে যায়।  স্মার্ট টিভি, গাড়ীর কম্পিউটার সিস্টেম , এক্সবক্স, প্লে স্টেশন, কম্পিউটার যে...

SAMSUNG কোম্পানি চীন থেকে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে ভারতের উত্তরপ্রদেশে প্রতিস্থাপন করলো‼️

EduVision Study Point https://t.me/EduvisionStudyPoint #SAMSUNG কোম্পানি চীন থেকে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে ভারতের উত্তরপ্রদেশে প্রতিস্থাপন করলো‼️ যেখানে তৈরি হবে মোবাইল ডিসপ্লে সহ অনান্য যন্ত্রাংশ যা হবে গ্লোবাল সাপ্লাই চেনের সেন্টার।  এবছর করোনার মধ্যেও উত্তরপ্রদেশে মোট বিদেশি বিনিয়োগ 13000 কোটি টাকা..... সরকার সব দিক থেকে স্যামসাং কে সাহায্য করছে এবং করবেও আগামীতে এই বিষয়ে বলা হয়েছে ‼️ .......................................................................  ১) শুধু স্যামসাং নয় স্যামসাং এর পর এবার জাপানের অটোমোবাইল কোম্পানি #TOYOTO_TSUSHO, SUMIDA তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চীন থেকে ভারত পাকাপাকি ভাবে আনতে চলেছে । নভেম্বর 2020 তে জাপান এরকম সিদ্ধান্ত নিয়েছিল যা খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরির জন্য ভারত সরকার 2015 থেকে আদা জল খেয়ে লেগেছিল একটু একটু করে রেলপথ সড়কপথ গুলো তৈরির কাজ সম্পন্ন হচ্ছে এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ছে, আগামী 7 বছরে এই বিনিয়োগ 10 গুন পর্যন্ত বাড়তে পারে যদি দেশের শিল্পবান্ধব পরিকাঠামো তৈরি 2026 এর মধ্যে শেষ ...

অসমে চালু 'দুই সন্তান নীতি' ****************************************** অসমে কার্যকর হয়ে গেল দুই সন্তান নীতি।

EduVision Study Point অসমে চালু 'দুই সন্তান নীতি' ****************************************** অসমে কার্যকর হয়ে গেল দুই সন্তান নীতি। MATHEduVision@gmail.com শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, রাজ্যে আংশিকভাবে দুই সন্তান নীতি (Two Child Policy) চালু করছে সরকার। আগামীদিনে সমস্ত সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রেই দুই সন্তান নীতি মেনে চলা বাধ্যতামূলক হবে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সন্তানের সংখ্যাটাকেও মাপকাঠি হিসেবে ধরা হবে। দেশের প্রথম রাজ্য হিসেবে জনসংখ্যা নিয়ন্ত্রণে এত বড় পদক্ষেপ করল অসম। প্রসঙ্গত, সেই ২০১৯ সালেই অসম সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন পাশ করায়। যাতে বলা হয়েছে, ২০২১ সালের পর যে সমস্ত দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে তাদের সরকারি চাকরি দেওয়া হবে না। শুধু তাই নয়, এখন যারা সরকারি চাকরি করছেন, তাদেরও খেয়াল রাখতে হবে যাতে দুইয়ের বেশি সন্তান না হয়। অন্যথা হলে, তাঁদেরও চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। সেসময় অসমের মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনওয়াল। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত সেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। এবার মুখ্যমন্ত্রীর পদে বসেই সেই দু...

আজ ২০শে জুন, পশ্চিমবঙ্গ দিবস। সেটা আবার কি? সেটা আমাদের অনেকেই জানি না, কারণ এই ইতিহাসটা লিপিবদ্ধ হয় নি।

EduVision Study Point আজ ২০শে জুন, পশ্চিমবঙ্গ দিবস। সেটা আবার কি? সেটা আমাদের অনেকেই জানি না, কারণ এই ইতিহাসটা লিপিবদ্ধ হয় নি।  ১৯৪৭ সালের মার্চ মাস নাগাদ কংগ্রেস নেতৃবৃন্দ ভারত ভাগ স্বীকার করে নিলেন। কেন নিলেন? কারণ (১) ক্ষমতার লোভ (২) মাউন্টব্যাটেনের কূটনীতি (৩) জিন্নার প্রবল ইচ্ছাশক্তি। একবার ভেবে দেখলেন না, সীমান্তের ওপারে ইসলামী রাষ্ট্র পাকিস্তানে যে সব হিন্দু-শিখ-বৌদ্ধ-খ্রিষ্টান তাদের কি হবে | সে সময় অবিভক্ত বাংলা ছিল ৫৫% মুসলিম, ৪৫% হিন্দু। মুসলিম লীগ দাবি তুলল যে গোটা বাংলাই পাকিস্তানকে দিতে হবে। এটা হলে আসামও বিচ্ছিন্ন হয়ে যেত এবং কালক্রমে সেটাও পাকিস্তানে চলে যেত। কিন্তু এই চক্রান্ত বিফল হল শুধু একজন মানুষের জন্য, যাঁর নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি তাঁর বিশাল রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন ইসলামী পাকিস্তান হিন্দুদের জন্য নরকে পরিণত হবে। সেইজন্য তিনি দাবী করলেন, ভারত ভাগ করলে বাংলাকেও ভাগ করে বাংলার হিন্দুপ্রধান অঞ্চলগুলি নিয়ে একটা ‘পশ্চিমবঙ্গ’ সৃষ্টি করতে হবে, যা হবে হিন্দুপ্রধান ভারতের অংশ।  এই বিষয়ে প্রচার করার জন্য শ্যামাপ্রসাদ সারা বাংলা চষে বেড়াল...

🌟🌟Hacking সম্পর্কিত কিছু পরিভাষা সময় করে পরে নিন আশা করি অনেক কাজে দেবে🌟🌟

EduVision Study Point 🌟🌟Hacking সম্পর্কিত কিছু পরিভাষা সময় করে পরে নিন আশা করি অনেক কাজে দেবে🌟🌟 Part-1  ভালনেরাবিলিটি(Vulnerability) কী? 🔥ভালনেরাবিলিটি হচ্ছে কোনো সিস্টেমের দূর্বলতা বা নিরাপত্তার ছিদ্রসমূহ।অর্থাৎ সিস্টেমটি কোনোভাবে বা কোনো কৌশলে আক্রমণযোগ্য।কোনো সিস্টেমে ভালনেরাবিলিটি থাকলে সে সিস্টেমকে ভালনারেবল(Vulnerable) বলা হয়।হ্যাকাররা সাধারণত ভালনারেবল সিস্টেম খুঁজে বের করে ওই সিস্টেম হ্যাকিং করার চেষ্টা করে।  বাগ(Bug) কী? 🔥বাগ হচ্ছে প্রোগ্রামিং ত্রুটি।কোনো সফটওয়্যার বা ওয়েব সাইটের কার্যক্রমে ত্রুটি,এরর,ডিজাইনে গলদ ইত্যাদি বাগ থাকার লক্ষণ।হ্যাকাররা বাগ খুঁজে বের করে হ্যাকিংয়ের কাজে লাগায়।যেমন- DNN(Dot Net Nuke) হলো মাইক্রোসফটের ASP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি বাগ।যেটিকে কাজে লাগিয়ে ফাইল বা শেল আপলোড করা যায়।  এক্সপ্লইট(Exploit) কী? 🔥এক্সপ্লইট হচ্ছে এমন কৌশল বা টুল যার সাহায্যে কোনো সিস্টেমের বাগ বা ভালনেরাবিলিটিকে কাজে লাগিয়ে হ্যাকিংয়ে ব্যবহার করা হয় বা হ্যাকিং করা হয়।এই এক্সপ্লইট হ্যাকারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।এটা তাদের কাছে হাতিয়ারের মতো।  রুট(R...

চোখে দেখতে পায় না তাই রেল চাকরি দেইনি, কঠোর পরিশ্রমে প্রথম অন্ধ IAS অফিসার হলেন মহারাষ্ট্রের প্রাঞ্জল পাটিল।❤️

EduVision Study Point https://www.facebook.com/MATHEduVision/ চোখে দেখতে পায় না তাই রেল চাকরি দেইনি, কঠোর পরিশ্রমে প্রথম অন্ধ IAS অফিসার হলেন মহারাষ্ট্রের প্রাঞ্জল পাটিল।❤️ চোখ আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। যে অন্ধ সেই বুঝতে পারে এই অমূল্য অঙ্গ কতটা মূল্যবান। IAS ভারতের সবথেকে কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম আর একজন নেত্রহীন ব্যক্তির IAS পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অবাক করেছে সকলকেই । প্রাঞ্জল এর পরিশ্রম আর একাগ্রতার কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। আজ যার কাহানী আপনাদের সামনে তুলে ধরছি তিনি হলেন আমাদের দেশের প্রথম নেত্রহীন IAS অধিকারী প্রাঞ্জল। যিনি মাত্র ৬ বছর বয়সে তার দৃষ্টি হারান। বেশির ভাগ পরীক্ষার্থী এই IAS বা পরিষ্কার করে বললে UPSC পরিক্ষায় উত্তীর্ণই হতে পারে না। সফলতার হার খুব কম আর এদিকে প্রাঞ্জল এর তো চোখই নেই। মহারাষ্ট্র রাজ্যের ছোট্ট একটি শহর উল্লাসনগর সেখানে থাকতো প্রাঞ্জল। জন্ম থেকেই তার দৃষ্টিশক্তি বেশ কিছুটা দুর্বল ছিল এবং ছয় বছর বয়সে তার দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপেই চলে যায়। কিন্তু যার অদম্য সাহস আর ইচ্ছা তাকে কি আর আটকানো যায়? হাল ছাড়েননি তিনি, সেন্ট জেভিয়ার্স কল...

পরিবেশ ও তার সম্পদ বিষয়ে আলোচনা ,জানতে হলে পড়ুন

EduVision Study Point পরিবেশ ভূগোল বাস্তুতন্ত্র - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বাস্তুতন্ত্র - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর    পরিবেশ ভূগোল   এখানে বাস্তুতন্ত্র অধ্যায় থেকে গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন গুলি আলোচনা করা হল।  ইকোলজি কাকে বলে? উত্তর - ইকোলজি বা বাস্তুবিদ্যা হল বিজ্ঞানের একটি শাখা, যে শাখায় জীব এবং তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়। ইকোলজি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ockologic থেকে যা দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যথা Oikos যার অর্থ বাসস্থান এবং logos যার অর্থ অধ্যায়ন অর্থাৎ জীবের বাসস্থান সম্পর্কে অধ্যায়ন কে ইকোলজি বলে।  সিনইকোলজি বলতে কী বোঝ?  উত্তর - কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রকারের জীব প্রজাতি সম্পর্কে বাস্তুবিদ্যার যে শাখায় আলোচনা করা হয়, তাকে সিনইকোলজি। উদাহরণ হিসাবে সুন্দরবন অঞ্চলের সমস্ত জীবপ্রজাতি সম্পর্কে আলোচনা সিনইকোলজির অন্তর্গত।  অটোইকোলজি কাকে বলে? উত্তর - বাস্তুবিদ্যার যে শাখায় কোনো একটি নির্দিষ্ট জীব প্রজাতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে অটোইকোলজি বলে। যেমন - কেবলমাত্র সুন্দরবনের বাঘ সম্পর্কে আলোচনা অটোইকোলজির অন্তর্...